শিশুদের স্কুলে ভর্তির জন্য কি আধার জরুরি! যা বলছে ইউআইডিএআই কর্তৃপক্ষ


আধার না থাকলে ছাত্রছাত্রী কিংবা শিশুদের ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুলগুলি। এক সার্কুলারে এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই কর্তৃপক্ষ।

প্রত্যের রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আধার না থাকায় স্কুলগুলি ছাত্রছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করে এটা তারা জানে। কিন্তু ছাত্রছাত্রী কিংবা শিশুই যাতে আধারের অভাবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে।

স্কুলগুলিকে ইউআইডিএআই কর্তৃপক্ষর তরফে উপদেশ দিয়ে বলা হয়েছে, স্থানীয় ব্যাঙ্ক, পোস্ট অফিস, স্কুল শিক্ষা দফতর, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আধার এনরোলমেন্ট কিংবা আপডেশনের জন্য ক্যাম্প খুলতে।

আধার না থাকায় শিশু কিংবা ছাত্রছাত্রীদের ভর্তি না নেওয়ার ঘটনা অবৈধ। যা কোনও আইনই সমর্থন করে না।

এসব ছাত্রছাত্রী কিংবা শিশুদের আধার নম্বর যতদিন না হচ্ছে অর্থাৎ বায়োমেট্রিক্স না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে প্রাপ্য সুবিধাগুলি দিতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।