উত্তরপ্রদেশে গুরুতর বন্যা পরিস্থিতি, একদিন মৃত ১২


উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশে। ফুলে ফেঁপে উঠেছে বেশিরভাগ নদী। ব্যাহত জনজীবন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। 

এই অবস্থায় ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্য জুড়ে সরকারের তরফে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। রিলিফ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্য জুড়ে ১২ জনের মৃত্যুর পাশাপাশি ভেঙে পড়েছে ৩০০-র বেশি বাড়ি-ঘর। তিনি জানিয়েছেন প্রশাসনের তরফে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে সরকারি প্রতিশ্রুতি যাই দেওয়া হোক না কেন, অভিযোগ উঠছে বাস্তব পরিস্থিতি নিয়ে। বিভিন্ন সূত্রের দাবি ত্রাণ শিবিরগুলোতে নেই পর্যাপ্ত খাবার, ওষুধ ও চিকিত্‍সা ব্যবস্থা।

কানপুরে গঙ্গার জলের স্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে বলেই জানানো হয়েছে। বন্যা ত্রাণ আধিকারিক বিরাগ কুমার জানিয়েছেন, বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১ হাজার মানুষকে।