বেতনবৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীরা


 কলকাতা: নামমাত্র বেতনে রাজ্যের বিভিন্ন ব্লক পঞ্চায়েত সহ একাধিক অফিসে কাজ করতে হয় তাদের। তাই বেতনবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কলকাতায় যৌথ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সারা রাজ্যের MGNR EGA এর অস্থায়ী কর্মীরা।

বিক্ষোভরত কর্মীদের দাবি শুধু বেতনই নয় বছরের পর বছর কাজ করার পরও মেলেনি চাকরির কোনওরকম নিশ্চয়তা। নেই EPF-এর সুযোগ সুবিধাও। তাই ৭টি দাবি নিয়ে সল্টলেক সেক্টর-৩ তে রাজ্য সরকারের যৌথপ্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কয়েকহাজার অস্থায়ী কর্মী।

অস্থায়ী পঞ্চায়েত কর্মীদের দাবিগুলির মধ্যে, ৬০ বছর স্থায়ী চাকরি, EPF চালু, সার্ভিসবুক চালু, দুর্ঘটনাজনিত বীমা এবং বেতনবৃদ্ধির মত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।