স্বপ্নার পরিবারকে ১০ লাখ টাকা, ভাইকে চাকরির প্রতিশ্রুতি মমতার


শিলিগুড়ি : এশিয়াডে হেপটাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মণের পরিবারকে ১০ লাখ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্নার ভাইকে চাকরির প্রতিশ্রতিও দেন। আর স্বপ্না চাইলে তাঁকেও চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্রীড়া নীতি তৈরি করার জন্যও মন্ত্রী অরুপ বিশ্বাসকে নির্দেশ দেন তিনি।

এরপর দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভাণুভক্ত , তেনজিং নোরগে ও কাঞ্চনজঙ্ঘা নামে তিনটি ক্যাম্পাস তৈরি করা হবে। IT, টুরিজ়ম, হর্টিকালচার, হিমালয়ান কালচার, সাংবাদিকতা সহ বেশ কিছু বিষয়ে পড়ানো হবে সেখানে। 

দার্জিলিংয়ের সংস্কৃতির বিকাশে আগামী বছর থেকে সেখানে কালচারাল ভেস্টিভ্যাল করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সেখানে এশিয়ান দেশগুলিকে আমন্ত্রণ জানানো হবে। পাহাড়ের বনবস্তির বাসিন্দাদের পাট্টা বিলি করেন মমতা। পাশাপাশি আর্থিক উপার্জনের জন্য হোম হোম টুরিজ়মের প্রস্তাবও দেন তিনি। 

এদিকে পাহাড়ে যেহেতু সাইকেল চালানো যায় না সেকারণে সকল পড়ুয়াকে সাইকেল ও বর্ষাতি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।