বিঘ্নিত ফেসবুকের মেসেঞ্জার পরিষেবা


মেনলোপার্ক: আপনি কি ফেসবুকে মত্ত৷ তাহলে সময় থাকতেই সাবধান হন৷ আর মাত্র কিছু মুহূূর্তের অপেক্ষা হয়তো৷ তারপরই হত সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকেও৷ দুনিয়া জুড়ে বিপর্যস্ত ফেসবুক পরিষেবা৷ সাড়া দিচ্ছে না মেসেঞ্জারও৷ 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর প্রভাব পড়েছে ব্যাপকহারে৷ ডেনমার্ক, আয়ারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড বিচ্ছিন্ন ফেসবুক থেকে৷ ভারতীয় সময় রাত তিনটের পর থেকে সমস্যার সূত্রপাত৷ জানা গিয়েছে, ফেসবুক ক্র্যাশ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ৷

পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা মেনে নিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ৷ সমস্যা সমাধানে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা৷

এর আগে চলতি মাসের ১২ তারিখ সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলি ক্র্যাশ করে গিয়েছিল৷ ব্ল্যাক আউট হয়ে যায় পরিষেবা৷ দুনিয়াজুড়ে মানুষ বিপাকে পড়েন৷ তারপর এদিন ফের একই সমস্যার পুনরাবৃত্তি৷ কেন বার বার পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ কারণ অনুসন্ধানে ফেসবুক৷