ছত্তিশগড়ে দ্বিতীয় ও শেষ দফার বিধানসভা ভোট


ছত্তিশগড়ে চলছে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। মঙ্গলবার ভোট হচ্ছে ১৯ জেলার ৭২টি আসনে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে এক লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী। এখনও পর্যন্ত শান্তিতেই চলছে ভোটদান। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

শুধু দুটি বুথেই সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল তিনটে পর্যন্ত ভোট হবে। এই দফায় মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। ৭২টি আসনের মধ্যে শাসক দল বিজেপির ঝুলিতে ছিল ৪৩টি আসন। এবার কংগ্রেস কতটা আসন পায় সেদিকেই তাকিয়ে শাসক এবং বিরোধী দুই দলই। কারণ, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ২০১৯ সালের লোকসভা ভোটের সেমিফাইনাল বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।