জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পে জটের সম্ভাবনা


কলকাতা: জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পে জট৷ প্রস্তাবিত মাঝেরহাট সেতু নির্মাণের জন্য মেট্রো কর্তৃপক্ষকে ৬ মিটার ফাঁকা জায়গা রাখার কথা জানাল রাজ্যের পূর্ত দফতর৷ রাজ্যের দাবি মানা কার্যত অসম্ভব৷ পূর্ত দফতরকে চিঠি দিয়ে জানিয়ে দিল মেট্রো নির্মাণকারী সংস্থা আরডিএনএল৷

জটীলতা কম ছিল না৷ তার মধ্যেই ২০২১কে লক্ষ্যমাত্রা ধরে চলছে জোকা বিবাবদি বাগ মেট্রো প্রকল্পের কাজ৷ কিন্তু নতুন করে ফের কাজ থমকে যাওয়ার আশঙ্কা৷ রাজ্য মেট্রো বিবাদের কেন্দ্রে দুই প্রকল্পে মধ্যেকার দূরত্ব৷

গত ৪ঠা সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট সেতু৷ রাজ্য সরকারের সিদ্ধান্ত ফের নতুন করে তৈরি করা হবে ওই সেতু৷ প্রস্তাবিত সেতুর পাশেই রয়েছে জোকা বিবাবদি বাগ মেট্রো প্রকল্পের পিলার৷ চিঠি দিয়ে আরডিএনএলকে পূর্ত দফতরের আবেদন পিলার ও প্রস্তাবিত সেতুর মাঝে যেন ৬ মিটারের দূরত্ব থাকে৷ মাঝের ফাঁকা জমিতে যেন মেট্রো কাজ না করে৷

এই আবেদন মানা কার্যত অসম্ভব৷ রাজ্যকে চিঠি দিয়ে জানায় আরডিএনএল৷ তারা জানায়, ওই অংশে মেট্রোর স্টেশন হওয়ার কথা৷ ফলে পূর্ব দিকে পাঁকা অংশে তাদের কাজ করতেই হবে৷

চিঠি, পালটা চিঠি৷ সেই গেঁরোতেই থমকাবে না তো জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পোর কাজ৷ সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই৷