সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরণে মৃত ৪, আহত বহু


মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের পুলগাঁও-এর ওয়ারধায় সেনা বাহিনীর অস্ত্রাগারে বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, গুরুতর আহত আরও ১০। বিস্ফোরণে গোটা এলাকায় ছড়িয়ে যায় আতঙ্ক। সেনা সূত্রে খবর, কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটে।

প্রাথমিক খবর অনুযায়ী ফায়ারিং রেঞ্জের কাছে পুরনো সব গোলাবারুদ ফেটে এই ঘটনা ঘটে। এই সেনা ক্যাম্পেই মজুত থাকে দেশের বৃহত্তম অস্ত্র ভাণ্ডার।

২০১৬ সালের মে মাসে এমনই এক ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬ জন প্রতিরক্ষা আধিকারিক সহ দু'জন সেনা আধিকারিকের। ঘটনাস্থল মহারাষ্ট্রের এই ওয়ারধাই। এটি শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার অন্যতম বৃহত্‍ সামরিক অস্ত্র ভান্ডার। বোমা, গ্রেনেড, শেল থেকে শুরু করে রাইফেল, মিসাইল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র প্রথমে এখানে এসে জমা হয়, পরে এখানে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভাগ করে দেওয়া হয়।