পঞ্চায়েত জুড়ে সবুজ ঝড়, গ্রাম পঞ্চায়েতের ২৪৬৭ আসনে জয়ী শাসক দল তৃণমূল


কলকাতা: পঞ্চায়েত জুড়ে শুধুই সবুজ ঝড় ৷ প্রত্যাশিত ফল গ্রাম পঞ্চায়েতে ৷ বেলা গড়ানোর আগেই স্পষ্ট গ্রাম পঞ্চায়েতের ট্রেন্ড ৷ প্রত্যাশা মতোই গ্রাম পঞ্চায়েতের দখল নিল শাসক দল ৷ বেলা ১২ টা অবধি আসা গণনার ফল অনুযায়ী প্রায় ২৪০০-এরও বেশি আসনে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে জোড়া ফুল ৷

উল্লেখ্য, এই গণনায় পাওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি ৷ তাদের দখলে ৩৮৬ গ্রাম পঞ্চায়েত আসন ৷ ৯৪টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম ৷ অর্থাৎ জয় থেকে বহু দূরে হলেও বাম-কংগ্রেসকে হটিয়ে তৃণমূল স্তরেও শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এল গেরুয়া শিবির ৷
বিজেপি, বামের তুলনায় পিছিয়ে কংগ্রেস ৷ এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ৩৩টি আসনে তারা জয়ের স্বাদ পেয়েছে এবং ৫৫টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে হাত শিবির ৷ উল্লেখযোগ্য ফল নির্দলদের ৷ নির্দল প্রার্থীদের দখলে এসেছে ১৫৮টি আসন ৷ ১৬৩টি আসনে এগিয়ে রয়েছে নির্দল ৷

এই মুহূর্তের ট্রেন্ড অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ১৪ আসনে জয়ী শাসক দল এবং ২৪ আসনে এগিয়ে রয়েছে তারা ৷