এবার আসছে জিও স্ক্রিনজ


মুম্বই: ফের রিল্যায়েন্স জিও-র নতুন চমক৷ বৃহস্পতিবার ভারতীয় বাজারের জন্য স্ক্রিনজের সঙ্গে গাঁটছড়া বাঁধল রিল্যায়েন্স ইনফোকম ৷ এমনিতেই বিনোদন ক্ষেত্রে জিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷ হাতের মুঠোয় জিও এনে দিয়েছে বিনোদনকে ৷ যেখানে এতদিন টিভি-র মধ্যেই সীমিত ছিল এই বিনোদন৷ তা এবার জিও ফোনের মধ্যে দিয়ে সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে ৷

ইতিমধ্যেই Jio Cricket Play Along প্ল্যাটফর্মে ৬৫ মিলিয়ান ইউনিক ব্যবহারকারী রয়েছে যারা প্রতিনিয়ত গেম খেলছেন ৷ পাশাপাশি Jio Kaun Banega Crorepati Play Along gameটিও অত্যন্ত জনপ্রিয় ব্যবহারকারীদের মধ্যে ৷

এই এক্সক্লুসিভ পার্টনারশিপের জেরে Jio Screenz শীঘ্রই বিনোদন ভিত্তিক গ্যামিফিকেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে ৷

কী কী ফিচার রেয়েছে দেখে নিন এক নজরে-
১. Jio Screenz প্ল্যাটফর্মে ব্রডকাস্টার ও দর্শকদের মধ্যে টিভি শো চলাকালীন ক্যুইজ, পোল ও ভোটের মাধ্যমে কথোপকথন করার সুযোগ পাওয়া যাবে ৷
২. সিএমএস -এর মাধ্যমে ব্রডকাস্টাররা সহজেই দর্শকদের সঙ্গে আলাপ আলোচনার করার মাধ্যমটি ডিজাইন করতে পারবেন ৷
৩. যে কোনও ডিজিটাল অ্যাপ যার মধ্যে SDK রয়েছে এবং Android, iOS ও Jio Kai-OS সাপোর্ট রয়েছে তাতেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে ৷
৪. বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেমন গুগল, ফেসবুক ও ট্যুইটারও ব্যবহার করা যাবে ৷