বাজেয়াপ্ত হবে রোজভ্যালির সমস্ত সম্পত্তি! সিবিআই-এর পর ইডি সক্রিয় হয়ে উঠল তদন্তে


সারদা-নারদের পর রোজভ্যালি-কাণ্ডের তদন্তেও এবার গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠছে সিবিআই ও ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আরও গতি আনছে রোজভ্যালি-কাণ্ডের তদন্তে।

ইডি তরফে জানা গিয়েছে, রোজভ্যালির সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্টের পথেই এগোচ্ছেন গোয়েন্দারা। এজন্য ইতিমধ্যেই ইডির তরফে বিশেষ এক প্ল্যান নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এই মর্মে ইডি-র গোয়েন্দারা পৃথক ৩০টি দলে ভাগ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাবে। এইভাবে অভিযান চালিয়েই রোজভ্যালির সম্পত্তি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করবে ইডি।

দক্ষিণ কলকাতা ও কলকাতা শহরতলির সোনারপুর, বাগুইআটি, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি-সহ রাজ্যের বিভিন্ন্ জায়গায়া রোজভ্যালির সম্পত্তি ছড়িয়-ছিটিয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছেহোটে, রিসর্ট, জমি, বাড়ি. এমনকী সোনার গয়নার দোকানও। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর হচ্ছে ইডি।
উল্লেখ্য, সম্প্রতি সারদা ও নারদ মামলায় সিবিআইও সক্রিয় হয়ে উঠেছে। সিবিআই-এর তরফে বিশেষ আধিকারিক পাঠিয়ে কেন তদন্তে বিলম্ব, তা জানারা প্রক্রিয়ার পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের সরিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সেই নিরিখে ইডি-রও সক্রিয় হয়ে ওঠে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।