বিশ্বকাপে নকআউটে কে কার মুখোমুখি


মস্কো : প্রথম রাউন্ড শেষ। বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে জার্মানি। খাদের কিনারা থেকে ফিরে এসেছে আর্জেন্টিনা। ফর্মে আছে নেইমারের ব্রাজ়িল। তবে, গ্রুপ লিগে সবথেকে ভালো পারফর্ম করেছে বেলজিয়াম। উরুগুয়েও জাত চিনিয়েছে। এশিয়ার একমাত্র দল হিসেবে নকআউট পর্বে গেছে জাপান।

আগামীকাল থেকে শুরু বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল। লড়াই হতে চলেছে আরও জোরদার। দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে খেলতে নামছে। 


৩০ জুন (সন্ধ্যা সাড়ে ৭টা)
ফ্রান্স বনাম আর্জেন্টিনা 

৩০ জুন (রাত সাড়ে ১১টা)
উরুগুয়ে বনাম পর্তুগাল 

১ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা)
স্পেন বনাম রাশিয়া 

১ জুলাই (রাত সাড়ে ১১টা)
ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক

২ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা)
ব্রাজ়িল বনাম মেক্সিকো 

২ জুলাই (রাত সাড়ে ১১টা)
বেলজিয়াম বনাম জাপান 

৩ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা)
সুইডেন বনাম সুইৎজ়ারল্যান্ড 

৩ জুলাই (রাত সাড়ে ১১টা)
কলম্বিয়া বনাম ইংল্যান্ড