উলটপুরাণ! নমো জমানাতেই সুইস ব্যাঙ্কে ভারতীয় টাকা ৫০% বেড়ে ₹৭০০০ কোটি


ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন। সেই কালো টাকা দেশে ফেরা তো দূর অস্ত, উলটে সুইস ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ভারতীয়দের টাকার অঙ্ক বিগত বছরে ৫০% বেড়েছে! 

রিপোর্ট অনুযায়ী, ২০১৭-য় ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকারও বেশি। তার আগের তিন বছরে যদিও সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা জমা করার পরিমাণ কমেছে।

সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (SNB)-এর কেন্দ্রীয় ব্যাঙ্কিং কর্তৃপক্ষের এই তথ্য বলছে, বিগত বছরে সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকের জমা করা মোট অর্থের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। অঙ্কের হিসেবে তা ১.৪৬ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ। ভারতীয় মুদ্রায় ১০০ লক্ষ কোটি টাকারও বেশি।

এই রিপোর্টই বলছে, ২০১৬-য় সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা জমা পড়ার পরিমাণ একধাক্কায় ৪৫% কমেছিল। এখনও পর্যন্ত ২০০৬ সালেই সবচেয়ে বেশি ভারতীয় মুদ্রা সুইস ব্যাঙ্কে সঞ্চিত হয়েছে । ৬.৫ বিলিয়ন সুইস ফ্রাঁ, অর্থাত্‍‌ প্রায় ২৩ হাজার কোটি টাকা।