টার্গেট অবসরপ্রাপ্ত কর্মীরাই! শহরে কার্ড জালিয়াতির বড় চক্র ফাঁস


ডেবিড কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার৷ গতকাল শনিবার রাতে বর্ধমান ও ঝাড়খন্ড থেকে এদেরকে গ্রেফতার করা হয়৷ কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখার একটি টিম অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে৷

কয়েক মাস আগে প্রায় চার লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জমা পড়ে হেয়ারস্ট্রিট থানায়৷ এরপরই ওই অভিযোগের তদন্তের দায়িত্ব নেয় কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখা৷

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন প্রতারকদের মূলত টার্গেট অবসরপ্রাপ্তরাই৷ প্রৌঢ়-প্রৌঢ়াদেরকে ফোন করে নিজেদেরকে ব্যাংক ম্যানেজার বলে পরিচয় দিয়ে ডেবিড ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিত৷ এরপরই তাঁদের ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত প্রতারকরা৷ কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবার ধৃতদের জেরা করে জানার চেষ্টা করবে এর পেছনে আর কে কে জড়িত আছে৷