JioPhone 2 সম্পর্কিত সব প্রশ্ন ও তার উত্তর


কোম্পানির ৪১তম বার্ষিক সাধারন সভায় JioPhone 2 লঞ্চের কথা ঘোষনা করেছে Reliance Jio। কম দামে 4G VoLTE ফিচার ফোন লঞ্চ করে আবার বাজারে উত্তেজনা তৈরী করেছে জিও। JioPhone 2 এর অন্যতম প্রধান ফিচার এই ফোনের QWERTY কি-বোর্ড। দেশে মোবাইল ইন্টারনেট বিপ্লবের পরবর্তী অধ্যায় JioPhone 2 এর হাত ধরেই শুরু হবে।

অন্যান্য ফিচার ফোনের থেকে অনেকটাই আলাদা JioPhone 2। এই ফোনে যেমন লাইভ টিভি দেখা সম্ভব তেমনি JioPhone 2 তে WhatsApp ও YouTube সাপোর্টের কথা ঘোষনা করেছে জিও। আসুন দেখে নি JioPhone 2 সম্পর্কিত সব প্রশ্ন ও তার উত্তর।

হার্ডোয়্যার

JioPhone 2-তে কোন প্রসেসার ব্যবহার হয়েছে?
JioPhone 2-তে ব্যবহার হয়েছে 1.2GHz ডুয়াল কোর প্রসেসার।
JioPhone 2-তে কত Ram রয়েছে?
JioPhone 2-তে রয়েছে 512MB RAM।
JioPhone 2-তে কত স্টোরেজ রয়েছে?
JioPhone 2-তে 4GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

JioPhone 2-তে microSD কার্ড সাপোর্ট করবে?
হ্যাঁ। JioPhone 2-তে 128GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট করবে।
JioPhone 2-তে ডুয়াল ক্যামেরা থাকবে?
না, JioPhone 2-তে ডুয়াল ক্যামেরা থাকবে না।
JioPhone 2-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে?
না, JioPhone 2-তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না।


সফটওয়্যার

JioPhone 2-তে কী অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে?
JioPhone 2-তে KaiOS অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে।

JioPhone 2-তে Android অ্যাপ সাপোর্ট করবে?
না, JioPhone 2-তে ত Android অ্যাপ সাপোর্ট করবে না।

JioPhone 2 দিয়ে ভিডিও কল সাপোর্ট করবে?
হ্যাঁ, JioPhone 2 দিয়ে ভিডিও কল করা যাবে।

JioPhone 2-তে WhatsApp সাপোর্ট করবে?
হ্যাঁ, JioPhone 2-তে WhatsApp সাপোর্ট করবে।
JioPhone 2 বাংলা ভাষায় ব্যবহার করা যাবে?
হ্যাঁ, JioPhone 2 বাংলা ভাষায় ব্যবহার করা যাবে।


ব্যাটারি

JioPhone 2-তে কী ব্যাটারি ব্যবহার হয়েছে?
JioPhone 2-তে একটি 2,000 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।
JioPhone 2-তে কতদিন ব্যাটারি ব্যাক আপ থাকবে?
কোম্পানি জানিয়েছে JioPhone 2-তে ৩৬০ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।
JioPhone 2 ফাস্ট চার্জ করা যাবে?
না, JioPhone 2 ফাস্ট চার্জ করা যাবে না।


ডিসপ্লে
JioPhone 2-তে কত বড় ডিসপ্লে ব্যবহার হয়েছে?
JioPhone 2-তে এর একটি ২.৪ ইঞ্চি QVGA ৩২০X240 পিক্সেলস ডিসপ্লে ব্যবহার হয়েছে।
JioPhone 2-তে HD ডিসপ্লে থাকবে?
না JioPhone 2-তে QVGA ডিসপ্লে থাকবে।
JioPhone 2-তে তে টাচস্ক্রিন থাকবে?
না, JioPhone 2-তে টাচস্ক্রিন থাকবে না।
কানেক্টিভিটি
JioPhone 2-তে ডুয়াল সিম সাপোর্ট করবে?
হ্যাঁ, JioPhone 2-তে ডুয়াল সিম সাপোর্ট করবে।
JioPhone 2-তে ব্লুটুথ থাকবে?
হ্যাঁ, JioPhone 2-তে তে ব্লুটুথ থাকবে।
JioPhone 2-তে Wifi থাকবে?
হ্যাঁ, JioPhone 2-তে তে 802.11 b/g/n WiFi সাপোর্ট থাকবে।


দাম

JioPhone 2-এর দাম কত?
JioPhone 2-এর দাম ২,৯৯৯ টাকা।
কবে থেকে JioPhone 2 কেনা যাবে?
১৫ আগস্ট থেকে JioPhone 2 কেনা যাবে।

কোথা থেকে JioPhone 2 কেনা যাবে?
দেশের সব Reliance স্টোর, Jio ওয়েবসাইট ও সব রিটেলারের কাছ থেকে JioPhone 2 কিনতে পারবেন।