কামারহাটিতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার সূচনা


বারাকপুর: ফ্রি ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত হল উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকা৷ ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

কামারহাটি রাজ্যের অন্যতম প্রাচীন শহরগুলির একটি৷ এই শহরেই রয়েছে দক্ষিনেশ্বর, আদ্যাপিঠ৷ এছাড়া রয়েছে কামারহাটি পুরসভা, ভৈরব গাঙ্গুলী কলেজ, বেলঘরিয়া থানা, সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল । প্রত্যকেদিন বহু মানুষ আসেন এই শহরে৷ শহর ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত হওয়ায় উপকৃত হবেন তারা।

তিন কোটি টাকা ব্যয়ে ওয়াইফাই জোন তৈরী করা হয়েছে কামারহাটি পুরসভা অঞ্চলে । এবার থেকে দেশ বিদেশের ভক্তদের পাশাপাশি কামারহাটির মানুষ বিনামুল্যে এই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট পরিষেবা পাবেন।

মঙ্গলবার কামারহাটি পুরসভা সংলগ্ন বিটি রোডের পাশে অনুষ্টান মঞ্চ থেকে সবুজ পতাকা নেড়ে মন্ত্রী ফিরহাদ হাকিম কামারহাটি শহরে বিনামূল্যে ওয়াইফাইপরিষেবার সূচনা করেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''কামারহাটি রাজ্যের আধুনিকতম শহর হিসেবে স্বীকৃতি পেল। এই শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন অঞ্চলে মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন। গোটা পৃথিবীর সঙ্গে কামারহাটি শহরের যোগাযোগ স্থাপিত হল।''

কামারহাটি পুরসভার পক্ষ থেকে পুরপ্রধান গোপাল সাহা কেরালায় বন্যা দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে একলক্ষ টাকার চেক মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে তুলে দেন৷