২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা রাহির


জাকার্তা : এশিয়ান গেমসে ভারতের চতুর্থ সোনা। ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ভারতীয় মহিলা শুটার রাহি সার্নোবত। এই নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় পদক জিতলেন রাহি।

ফাইনাল শুটঅফে রাহির বিপক্ষে ছিলেন থাইল্যান্ডের ইয়াংপাইবুন নাপহাশওয়ান। ৩৪ স্কোর করে এশিয়ান গেমসের রেকর্ড করেন রাহি। এবং সোনা জিতে নেন। এশিয়ান গেমসের প্রথম সোনা জয়ের পর রাহিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। 

শুটিংয়ে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন ১৬ বছরের সৌরভ চৌধুরি।

আজ এই ইভেন্টেই ব্রোঞ্জ জিতলেন কোরিয়ান প্লেয়ার কিম মিনজাং। হারালেন চিনা প্রতিনিধি লিন ইউয়েমেইকে। প্রথম দশের মধ্যে এলেন আরও এক ভারতীয়। মনু ভাকের শেষ করলেন ছয় নম্বরে। কোয়ালিফাইং রাউন্ডে ১৬ নম্বরে শেষ করেছিলেন মনু। রাহি ৫৮০ পয়েন্ট নিয়ে শেষ করেছিলেন সাত নম্বরে।