বখরি ইদ ২০১৮: কুরবানি দেওয়া পশুর সঙ্গে সেলফি নয়, রাজ্য জুড়ে কড়া সতর্কবার্তা যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

লখনউ: মুসলিমদের পবিত্র উৎসব বখরি ইদ ৷ সেই উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা দেশ ৷ এই উৎসবে প্রিয় পোষ্যের মায়া ত্যাগ করে উৎসর্গ করা হয় আল্লার নামে ৷ কিন্তু সেই বখরি ইদেই একাধিক নিষেধাজ্ঞা জারি হল উত্তরপ্রদেশে ৷ গোটা রাজ্য জুড়ে সর্বসমক্ষে পশু কুরবানি দেওয়া যাবে না ৷ এর পাশাপাশি ধর্মীয় বিশ্বাসে যাতে আঘাত না লাগে, সেই কারণে কুরবানি দেওয়া পশুর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না ৷ উত্তরপ্রদেশের জেলা প্রশাসকের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স চলাকালিন এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

শুধু তাই-ই নয় ৷ প্রকাশ্যে কোথাও যাতে বলি দেওয়া পশুর কোনও রক্ত না দেখা যায় ৷ সেই বিষয়টি নিয়েও আগেভাগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ৷ যদি কেউ এই নির্দেশ অমান্য করেন ৷ তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ ৷
এইদিন নামাজ পরে, কুরবানি দেওয়া হয় বাড়ির আদরের পোষ্যকে ৷ মায়ার জিনিসকে আল্লাহর কাছে উৎসর্গ করা হয় ভক্তি ভরে ৷ দীর্ঘ বছর ধরে এই নিয়ম মেনেই হচ্ছে বখরি ইদ পালন ৷ তবে, নিজের আদরের পোষ্যকে কুরবানি দিয়েই ক্ষান্ত হননা অনেকেই ৷ আদরের পোষ্যর সঙ্গে চলে সেলফি সেশনও ৷ কুরবানি দেওয়ার আগে এবং পরে সেলফি তুলে 'one last selfie' ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সেই ছবি ৷ সেই গোটা বিষয়টির উপরই জারি হল নিষেধাজ্ঞা ৷

এই প্রসঙ্গে লখনউয়ের এক বাসিন্দা বলেন, ধর্ম আমাদের অন্যদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা করতে শেখায় ৷ তাই অন্য কোনও ধর্মে যাতে আঘাত না লাগে, সেই বিষয়টিতে আমরা অবশ্যই নজর দেব ৷

শুধু সেলফি তোলা নিয়েই নিয়েই নয় ৷ বখরি ইদের দিন রাজ্যজুড়ে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে ৷ সেই বিষয়টি নিয়েও আলোকপাত করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷ পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ এবং রাজ্য জুড়ে জল সরবরাহের ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয় ৷ সেদিকটার প্রতিও বিশেষ নজর দেওয়ার কথা বললেন যোগী আদিত্যনাথ ৷

তাই এই বখরি ইদের দিন পশু বলিদান নয় ৷ বরং পশুদের রক্ষা করাই হোক মূল মন্ত্র ৷ বখরি ইদের ঠিক একদিন আগে এমনটাই বার্তা দিলেন উত্তরপ্রদেশের জেলা প্রশাসকও ৷