১৮,০০০ ফুট উচ্চতায়, -৩০ ডিগ্রিতে বরফে মোড়া লাদাখে উড়ল তেরঙা


উচ্চতা ১৮,০০০ ফুট, তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রজাতন্ত্র দিবসে সেখানেও উড়ল জাতীয় পতাকা। সৌজন্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ।

যতদূর চোখ যায়, শুধুই সাদা বরফের চাদর। দিগন্তবিস্ত‌ৃত সেই সাদার মাঝে গেরুয়া আর সবুজের ছোঁয়া এক অন্য সুর নিয়ে এল। আইটিবিপি-র ১৩ জওয়ান প্রজাতন্ত্র দিবসে লাদাখে উত্তোলন করলেন জাতীয় পতাকা। দুধ-সাদা প্রকৃতির সঙ্গে মিলিয়ে তাঁদের গায়েও সাদা সামরিক পোশাক, বরফের ঢালে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই। তাঁরা যেখানে দাঁড়িয়ে, তার উচ্চতা ১৮,০০০ ফুট। এমনকি এখান থেকে এভারেস্টও আর মাত্র ৩ কিলোমিটার উঁচু। আর তাপমাত্রা? -৩০ ডিগ্রি সেলসিয়াস।

সাহস ও দেশভক্তির এক অনন্য ছবি এভাবেই ধরা পড়ল শনিবার। আইটিবিপি  হল ভারতের বিশেষজ্ঞ পর্বত বাহিনী। এর প্রায় সব অফিসার ও জওয়ানরাই প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী এবং স্কিয়ার। লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাচেপ লা পর্যন্ত সীমান্ত এলাকা এদের নজরদারিতে রয়েছে।