২৮০ ফুট গভীরে উদ্ধার দ্বিতীয় দেহ, মেঘালয়ের খনিগর্ভে নিখোঁজ আরও ১৩


প্রথম মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল দ্বিতীয় মৃতদেহের। শনিবার মেঘালয়ের খনিগর্ভে ২৮০ ফুট গভীরে আটক দ্বিতীয় শ্রমিকের দেহ খুঁজে বের করেছেন নৌসেনার ডুবুরিরা। উদ্ধারের পর তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া হিল জেলার খনি দুর্ঘটনার ৪২ দিন পর গতকাল প্রথম দেহটি তুলে আনতে সক্ষম হয়েছিল নৌসেনা।

'ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, শনিবার ভোররাত ৩টে সময় র‌্যাট হোলের ২৮০ ফুট গভীরে আরও এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে।' সংবাদমাধ্যমকে জানিয়েছেন পূর্ব জয়ন্তীয়া হিল জেলার উপ কমিশনার এফ এম ডপথ্। খনিগর্ভের যেখান থেকে দ্বিতীয় মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে কোদাল এবং ছোট মালবাহী গাড়ির খোঁজ মিলেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা IANS।

১৩ ডিসেম্বর মেঘালয়ের পূর্ব জয়ন্তী এলাকায় জঙ্গলের ভিতর ৩৮০ ফুট এক বেআইনি কয়লা খাদানে নেমেছিলেন ওই শ্রমিকরা। জঙ্গলের পাশ দিয়েই লিটিয়েন নদী বয়ে গেছে। খাদানের ভিতরে নদীর জল ঢুকে পড়ায় আটকে পড়েন ওই শ্রমিকরা । পরবর্তীতে নতুন করে বৃষ্টি হওয়ায় খনিতে নতুন করে জল ঢুকে পড়ে।

প্রসঙ্গত, প্রথমে গড়িমসি করলেও সুপ্রিম কোর্টের ধমক খেয়ে উদ্ধারকাজে গতি বাড়ায় মেঘালয় সরকার।