মহাকাশে পা রাখবেন প্রথম ভারতীয় মহিলা! ইতিহাস তৈরিতে ব্যস্ত ইসরো


আগামী ২০২১ সালের মধ্যেই মানুষ সমেত মহাকাশ অভিযান করতে চলেছে ভারত। গগনযান মহাকাশে যেতে চলেছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাইছে এই মহাকাশ অভিযানে কোনও এক মহিলা নভশ্চর থাকুন। ইসরো প্রধান কে সিভান এদিন বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে গগনযান অভিযানের টাইমলাইন জানিয়েছেন।


ইসরোর অভিযান
এই অভিযানের আগে আগামী বছরের ডিসেম্বরে মানবহীন মহাকাশ অভিযান করছে ইসরো। তারপরে ২০২১ সালের জুলাই মাসেও একই মহাকাশ অভিযান হবে। তারপরে মানুষ সমেত অভিযান হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে।
   

মোদীর ঘোষণা
গতবছরের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান অভিযানের কথা দেশবাসীকে জানান। বলেন, ২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের সময়ে, অথবা তারও আগে মহাকাশে ভারতের তরুণ যুবক-যুবতী তেরঙা ওড়াবে।

   

সিভানের ঘোষণা
এদিন ইসরো প্রধান সিভান বলেন, গগনযানের জন্য মহাকাশচারীদের প্রাথমিক প্রশিক্ষণ ভারতেই হবে। তবে অ্যাডভান্স ট্রেনিং রাশিয়ায় হবে।
   

রয়েছেন চন্দ্রযান অভিযানও
আপাতভাবে গগনযানই ইসরোর সবচেয়ে মুখ্য মিশন হলেও এবছরে মধ্য এপ্রিলে ফের একবার চন্দ্রাভিযান করতে চলেছে ভারত। এটি হবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান প্রেরণ। সেটি নিয়েও ব্যস্ত রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।