পাক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে আহত সেনা-জওয়ান


শ্রীনগর: গত বছরের মতোই নতুন বছরের শুরু থেকেই প্রতিনিয়ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান৷ শুক্রবার জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গুলি ছুঁড়ল পাকিস্তান৷ পাক গুলিতে এক মেজর এবং বিএসএফ জওয়ান আহত হয়েছে বলে সূত্রের খবর৷

এক সেনা আধিকারিক জানান, বৃহস্পতিবার পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনের কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী৷ সেনার এক মেজর এবং বিএসএফের এক জওয়ান আহত হন পাক গুলিতে৷

বৃহস্পতিবার মধ্যরাতে বালাকোট সেক্টরে এই ঘটনা ঘটে৷ সেনা আধিকারিকরা আরও জানান, আহত দুজনকেই ১৬৬ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷