সিবিএসই দশমে অঙ্কের পরীক্ষায় নিয়মে বড় রদবদল


সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা এবার দু'‌ধরণের হতে চলেছে। ২০২০ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বিভিন্ন রকমের শিক্ষার্থীর জন্যই এই পদক্ষেপ বলে খবর। সেক্ষেত্রে দুটি স্তরের পরীক্ষা হবে। তার জন্য দু'‌ধরণের সিলেবাসও হবে। একটা হচ্ছে এখন যে স্তরের অঙ্ক রয়েছে সেটা থাকবে। আর তার থেকে সহজতর স্তরের একটা অঙ্ক থাকবে। ফলে যেসব ছাত্রছাত্রী অঙ্ক নিয়েই উচ্চশিক্ষা নিতে সিদ্ধান্ত নেবে, তারা যে অঙ্কের সিলেবাস এখন রয়েছে সেটাতেই পরীক্ষা দেবে। আর যারা শুধুমাত্র অঙ্ক নিয়ে পাশ করে অন্যকিছু নিয়ে উচ্চশিক্ষা বা কেরিয়ার গড়তে চাইবে তাদের জন্য থাকছে সহজতর স্তর। সেই স্তরে পরীক্ষা দেবে তারা।

সিবিএসই এমনই সার্কুলার জারি করেছে। অঙ্ক নিয়ে যে চাপ ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব ফেলে তা থেকে বেরিয়ে আসতেই এই বিকল্প পদক্ষেপ বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। সমস্ত কিছু সারা বছর একই থাকবে। তারপর ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেবে কোন স্তরের পরীক্ষা তারা দেবে। এমনকী কোনও ছাত্র বা ছাত্রী সহজস্তরের পরীক্ষায় পাশ করে যদি সিদ্ধান্ত নেয় যে কঠিন স্তরের অঙ্ক পরীক্ষাও সে দেবে, তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষার সময় তা দিতে পারবে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী। যাতে পরবর্তীকালে উচ্চশিক্ষায় সেই ফল কাজে লাগানো যায়। তবে সারাবছর স্কুলে সিবিএসই–র পুরো সিলেবাসটিই পড়ানো হবে। পরীক্ষার আগে শুধু বেছে নেবে পড়ুয়ারা।