টাকার দরে রেকর্ড বৃদ্ধি, ৭১ টাকার নীচে নামল ডলার


ডলারের নিরিখে এক দিনে ১১২ পয়সা পোক্ত হল টাকা। যা গত পাঁচ বছরের নিরিখে সর্বোচ্চ। মঙ্গলবার টাকার দর পৌঁছয় ৭০.৪৪ টাকায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাতেই টাকার দরে এই বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাকার দর বাড়ায় কেন্দ্রের পক্ষে চলতি খাতে ঘাটতি সামাল দেওয়া সহজ হবে বলে মনে করছেন তাঁরা। 

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় ২.২৬ ডলার কমেছে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম। যা গত ১৪ মাসে সর্বনিম্ন।

এদিন সকালে ৭১.৩৪ পয়সা প্রতি ডলার ছিল টাকার দাম। যা বাজার বন্ধের সময় দাঁড়ায় ৭.৪৪ টাকা। সোমবারও ৩৪ পয়সা বেড়েছিল টাকার দর। 

২০১৩ সালে একদিনে সর্বোচ্চ বেড়েছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ১৬১ পয়সা মজবুত হয়েছিল টাকা।