‌অনলাইনে এক টাকা দিয়ে সোনা বুক করুন, এড়ান ঝামেলা


বড়দিনের আগে জবর খবর। মাত্র এক টাকাতেই এবার অনলাইনে কেলা যাবে সোনা। ক্রেতা ধরে রাখতে এমনই নয়া বাজার চালু করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেফ গোল্ড নামে ডিজিটাল প্লাটফর্মে এই আকর্ষনীয় অফারেই বিক্রি হচ্ছে সোনা।

জনপ্রিয় ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ফোন পে অ্যাপেও  মিলছে এই সুবিধা। সেফগোল্ড ডিজিট্যাল প্লাটফর্মের এমডি গৌরব মাথুর জানিয়েছেন, ফ্লিপকার্ট এবং ফোন পে অ্যাপেও সাহায্যে ক্রেতারা দাম মেটাতে পারবেন। ক্রেতাদের কোনওরকম ঝুঁকি নিতে হবে না। সবটাই তাঁদের হাতে প্রমাণ হিসেবে থাকবে।

যদিও একাধিক ইকমার্স সংস্থা সোনার গয়না অনলাইনে বিক্রি করছে। এক গ্রাম সোনার দাম এখন ৩২০০টাকা। অনলাইনে একগ্রাম সোনা একটাকাতে আগাম বুক করতে পারবেন। তবে পুরো দাম দেওয়ার পরেই সেই পরিমাণ সোনা হাতে পাবেন ক্রেতারা।

সেক্ষেত্রে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইন সাইটে। সোনার দোকানে গিয়ে একগ্রাম সোনা চাইলে বিক্রেতা বিরক্ত হন। সেফগোল্ডে কিন্তু সেসব কিছু ঝামেলা পোহাতে হবে না ক্রেতাকে।  অনলাইনে ফোন ডেবিট কার্ড মারফৎ এক টাকা এক গ্রাম সোনা কিনতে পারেন। তবে সেটি হাতে পাওয়ার আগে অনলাইনে সেই পরিমাণ সোনার বাজারমূল্য দিতে হবে কোম্পানিকে। আপনার পছন্দমত স্থানে সেটি পৌঁছে দেবে সংস্থা।

আবার এমনও করতে পারেন সেফগোল্ডে এক টাকা দিয়ে সোনার গয়না কেনার পর আপনার এলাকা সংলগ্ন কোনও স্বর্ণ বিপনিতে গিয়ে ক্যারেটলেনে গয়না কিনুন। সেখান থেকেই সেফ গোল্ডে কেনা সমমূল্যের সোনার দাম বাদ যাবে। বাকি টাকা মিটিয়ে দিলেই গয়না হাতে পেয়ে যাবেন। কোনও রকম ঝুঁকি থাকছে এই লেনদেনে। এমনই জানিয়েছেন সংস্থার কর্ণধার।