শহরে ‘হাই টেক’ টুকলি করতে গিয়ে ধরা পড়ল ৫০ জন পরীক্ষার্থী


কলকাতা: পরীক্ষাকেন্দ্রে টুকলি -এ কথার সঙ্গে কম বেশী সবাই পরিচিত৷ এবার শুরু হয়েছে 'হাই টেক'টুকলি যুগ৷ আর পরীক্ষাকেন্দ্রে সেই 'হাই টেক' টুকলি করতে গিয়েই ধরা পড়ল ৫০ জন পরীক্ষার্থী৷ ধৃতদের মধ্যে ১৯ জনকে আদালত দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে৷

রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলা আদালতের গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষা ছিল৷ বেহালা, পর্ণশ্রী, নেতাজিনগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাটসহ বিভিন্ন এলাকায় ছিল পরীক্ষা কেন্দ্র৷ প্রশ্নপত্র হাতে পেয়েই বেশ কিছু পরীক্ষার্থী ঘাড় গুঁজে লিখে যাচ্ছে৷ বোঝার উপায় নেই যে তারা টুকলি করছে৷ রীতিমত অভ্যাস করে অত্যাধুনিক মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে তারা৷
 
একটি পরীক্ষাকেন্দ্রে ঢোকে পরিদর্শকরা দেখেন কয়েকজন পরীক্ষার্থী ঘাড় গুঁজে মন দিয়ে লিখে যাচ্ছে৷ সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে যা উদ্ধার হল তা দেখে পরিদর্শকদের চক্ষু চড়ক গাছ৷ পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গিয়েছে ছোট ছোট মোবাইল ও ব্লু টুথ৷ এরপর পরিদর্শকরা বাকি পরীক্ষা কেন্দ্রে গিয়ে একই ভাবে অভিযান চালিয়ে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করে৷ উদ্ধার হয় প্রচুর ব্লু টুথ এবং ছোট ছোট মোবাইল৷ পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাদের মধ্যে একজন কেউ গোটা প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটস্অ্যাপে বাইরে পাঠিয়েছে দিয়েছিল৷ পরীক্ষার্থীদের পকেটে লুকিয়ে থাকা ছোট্ট মোবাইল ফোনে ওই ছবি করা হয়েছে৷ বাইরে থেকে সেই প্রশ্নের উত্তর চলে আসছিল পরীক্ষার্থীদের কাছে৷ মূলত মাল্টিপল চয়েস এর প্রশ্নের উত্তরই বাইরে থেকে আসছিল৷ কানে গোঁজা ছোট ব্লু টুথ এর মাধ্যমে সেই উত্তর শুনেশুনে পরীক্ষা কেন্দ্রে বসে ধৃত পরীক্ষার্থীরা লিখেছিল৷

সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়৷ এদের মধ্যে ১৯ জনকে দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷