৪১,০০০কোটির বড়সড় প্রোজেক্ট নিয়ে আসছেন মোদী


মুম্বই: মঙ্গলবার মহারাষ্ট্রে প্রায় ৪১,০০০ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার সকালেই তিনি মুম্বইয়ে পৌঁছেছেন তিনি৷ তাঁর সারাদিনের কার্যক্রমে বইপ্রকাশ থেকে মেট্রোরেলের শিলান্যাসও রয়েছে৷

জানা গিয়েছে, এদিনই তিনি পুণেও যাবেন৷ সেখানে হিঞ্জেওয়াড়ি এবং শিবাজিনগরের মধ্যে তৃতীয় মেট্রোলাইনের শিলান্যাস করবেন৷ ছয় কোচের মেট্রো রেল তৈরি হবে৷ ২০২১ থেকে প্রায় দৈনিক ২.২৯ লক্ষ মানুষ এই মেট্রোতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে৷

জানা গিয়েছে, দহসর-মীরা ভয়ন্দর মেট্রো লাইন ১০.৩ কিলোমিটার দীর্ঘ হবে৷ এটে আটটি স্টেশন থাকবে এবং এর জন্য প্রায় ৬,৬০৭ কোটি টাকা খরচ হবে৷ ২০২২-এর মধ্যে এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷

এদকে মঙ্গলবার রাতে তিনি পুণে থেকে দিলিল ফিরে আসবেন৷ মোদীর পর বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মুম্বই যাবেন৷