৫ দিন ব্যাংক বন্ধ, এই দু’দিনে সেরে ফেলুন সব কাজ


নয়াদিল্লি: ব্যাংকের কোনও কাজ বাকি রেখেছেন পরে করবেন বলে? তাহলে কিন্তু এর মধ্যে সেরে ফেলতে পারেন৷ কারণ আগামী বেশ কয়েকদিন জনসাধারণের কোনও কাজই ব্যাংকে হবে না৷ চালান, ব্যাংক ড্রাফট, চেক পেমেন্টের মতো কাজগুলি কিন্তু আটকে থাকবে৷ কেন জানেন?

সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৬ ডিসেম্বর অর্থাৎ মোট ৫ দিন ব্যাংকে এইসব কাজ হবে না৷ কারণ, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় ২১ ডিসেম্বর ধর্মঘটের ঘোষণা করেছে ব্যাংকগুলি৷ ২২ ডিসেম্বর, মাসের চতুর্থ শনিবার এবং ২৩ তারিখ রবিবার৷

এই দুদিন এমনিতেই বন্ধ থাকে ব্যাংক৷ ২৪ তারিখ ব্যাংকগুলি খুললেও ২৫ তারিখ ক্রিমাস ডে এবং ২৬ ডিসেম্বর ইউনাইটেড ফোরামের ধর্মঘট রয়েছে৷ তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ২০তারিখের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করুন৷

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন(আইবিএ) ব্যাংক কর্মচারীদের বেতনে ৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়, যার বিরোধিতায় নামে ব্যাংক কর্মীরা৷ আগামী ২৬ ডিসেম্বর ধর্মঘটে করবে ব্যাংক কর্মীরা৷ সেভেন স্কেলে তাদের বেতন করার দাবি জানায় কর্মীরা৷