UP-উত্তরাখণ্ডে বিষমদে মৃত বেড়ে ৯৭, চক্রান্তের গন্ধ পাচ্ছেন যোগী


উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিষমদকাণ্ডে রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭। এ ছাড়া আরও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষমদে মৃতের সংখ্যা যখন ক্রমশ বাড়ছে তখন বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা ঘটনার নেপথ্য়ে চক্রান্তের গন্ধ পেয়েছেন তিনি। এই ঘটনার মূলে পৌঁছতে গোরক্ষপুর, মহারাজগঞ্জ, মথুরা, হামিরপুর, গাজিয়াবাদ, মিরট-সহ রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

বিষমদে মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে একাধিক পুলিশ ও আফগারি দফতরের আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটওয়া জেলার একটি গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।