সাবধান: ব্যাংকের পাঠানো লিংকে ক্লিক করে ৩ লাখ খোয়ালেন ডাক্তার!


সাইবার জাল বিছিয়ে চিকিৎসককে প্রতারণার অভিযোগ। শনিবার পুনে থেকে ৩০ বছরের এক বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এক ডাক্তারের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

অভিযুক্ত বিপিন মাহাতোকে পুনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২১ নভেম্বর ব্যাংকের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এক চিকিৎসককে ফোন করেন তিনি। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশনের জন্য নম্বর চেয়ে পাঠায় সে। এরপর একটি লিংক পাঠিয়ে বলে সেখানে ক্লিক করে একটি অন্য নম্বরে সেই লিংকটি পাঠিয়ে দিতে।

পুলিশ জানিয়েছে, এরপরই ওই লিংকে ক্লিক করেন চিকিৎসক। পর পর পাঁচটি মেসেজ ঢোকে তাঁর ফোনে। আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এরপর থেকে ওই কলারের ফোনে চেষ্টা করেও পাননি ডাক্তার।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, টাকা কেটে চলে গিয়েছে বিহারের বেটিহার বাসিন্দা বিপিন মাহাতোর অ্যাকাউন্টে। পুলিশ বিপিনের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে। আপাতত বিপিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।