তিন সন্তানই কালো, স্বামীর কটুক্তিতে আত্মঘাতী স্ত্রী


মালদহ: সন্তান কালো হওয়ায় স্ত্রীকে কটুক্তি করত স্বামী। মানসিক অবসাদে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। মালদহের হবিবপুর থানার তিলাসন গ্রামে ঘটনাটি ঘটেছে।

মৃতার নাম মল্লিকা ভুঁইমালি (২৭)। তাঁর বাপের বাড়ির লোকেদের অভিযোগ কালিয়াচক থানার বাহাদুরপুরের বাসিন্দা মল্লিকার সাথে ১২ বছর আগে হবিবপুর থানার তিলাসনের বাসিন্দা টগর ভুঁইমালির বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর নাকি এই তিনটি কন্যা সন্তানের গায়ের রং কালো হওয়ার জন্য দায়ী৷ এই নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে দিনের পর দিন ধরে কটুক্তি করত।

গত বুধবার ওই গৃহবধূ অপমানে ঘরের মধ্যে থাকা কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীরাই তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত স্বামী।