সিকিমে প্রবল তুষারঝড়ে নিহত জওয়ান, মিলল ৬ ফুট বরফের তলায়


প্রবল তুষারঝড়ে প্রাণ গেল এক জওয়ানের। উত্তর সিকিমে নিখোঁজ জওয়ানকে প্রায় ৬ ফুট বরফের মধ্যে থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

শনিবার নতুন করে প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়া বয় উত্তর সিকিমে। সন্ধেয় দেখা যায়, জওয়ান মাজ নিশিথ ডোগরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অফিসারকে খুঁজতে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর রাত ১০টার সময় দেখা যায়, প্রায় ৫-৬ ফুট বরফের নীচে বন্দি হয়ে রয়েছেন ওই জওয়ান।

তাঁকে উদ্ধার করে চিকিত্‍‌সা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। মাঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই জওয়ান। তাঁর মরদেহ প্রথমে বেংদুবিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হবে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর তরফে।