কাল শুরু মাধ্যমিক! কমেছে পরীক্ষার্থী, বেড়েছে ছাত্রীর সংখ্যা


মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮,০০০ কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি।

এ বছর মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৩ হাজার ৩১১। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বার ছাত্রের তুলনায় ১৩.৩% বেড়েছে। পর্ষদ সভাপতি জানান, পরীক্ষকের সংখ্যা এ বছর ৫০০ জন বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। সকাল ১১.৩৫-এ প্রত্যেক ঘরে পৌঁছবে সিল করা প্রশ্নপত্র। ১১.৪৫-এ প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ১১.৫৫-এ খাতা পাবে ছাত্রছাত্রীরা। ১২টায় শুরু হবে পরীক্ষা। প্রতি ঘরে ১০-এর গুণিতকে পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হয়েছে। সেই মতোই প্রশ্নপত্র প্রতি ঘরে পাঠানো হবে।

কোনও টিচিং বা নন টিচিং স্টাফ পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিজের কাছে রাখতে পারবেন না। তাঁদের প্রধান শিক্ষকের কাছে মোবাইল জমা রেখে যেতে হবে। টিচিং ও নন টিচিং স্টাফদের পরীক্ষা চলাকালীন মোবাইল পরীক্ষা কেন্দ্রে না-নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। অফিসার ইনৃচার্জ, সেন্টার সেক্রেটারি-সহ পাঁচজনের কাছে মোবাইল রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরাও শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। পরীক্ষার হলে সাধারণ ঘড়ি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তিনি।

যাঁরা লিখতে পারেন না তাঁদের জন্য রাইটারের ব্যবস্থা রাখা হয়েছে। পর্ষদের কন্ট্রোল রুম খোলা থাকবে সকাল ৬টা থেকে।