মহারাষ্ট্রে শনিবার থেকে প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি


মহারাষ্ট্র:  প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার। আজই গোটা মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যবহারের শেষ দিন। আগামীকাল থেকে কাউকে যদি প্লাস্টিক ব্যবহার করতে দেখা যায় মহারাষ্ট্রে তাহলে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার কাউকে প্লাস্টিক ব্যবহার করতে দেখা গেলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তৃতীয়বার একই ভুল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এমনকি সেই ব্যক্তির তিন মাস পর্যন্ত জেলও হতে পারে। প্রসঙ্গত, এই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যের সরকার প্লাস্টিক ব্যবহারের ওপর এতটা কড়া নিষেধাজ্ঞা জারি করল।

ইদানিংকালে বৃষ্টির পরেই কার্যত ভেসে যাচ্ছিল মুম্বই সহ গোটা মহারাষ্ট্র। বম্বে পুরসভার আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দেখেন, শহরের বিভিন্ন নালা, পাইপে জমে রয়েছে প্লাস্টিক। সেই প্লাস্টিকই জল বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই পরিস্থিতি থেকে রেহাই পেতেই এই কঠোর পদক্ষেপ বম্বে পুরসভার।

প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির পর, কেউ সেই নিয়ম ভাঙছে কিনা, সেটা খতিয়ে দেখতে বম্বে পুরসভা ২৫০ জন ইন্সপেক্টর নিয়োগ করেছে। এরাই গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাবে।

যদিও এই নয়া আইনের লাগু হওয়া নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে ব্যবসায়ীরা। প্লাস্টিক প্রস্তুতকারক সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি, এরফলে প্রভাবিত হতে পারে তাদের ব্যবসা। যদিও সেকথা মানতে নারাজ প্রশাসন। সরকারের এই পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছে মহারাষ্ট্রের আমজনতা।