এবার পাঠক্রমে সংস্কৃত বাধ্যতামূলক!


নয়াদিল্লি: নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি সংস্কৃতকে বাধ্যতামূলক করার দাবি জানাল ভারতীয় শিক্ষা মণ্ডল(বিএসএম)৷ নতুন শিক্ষা নীতিতে হাইস্কুলে সংস্কৃত যাতে পড়ানো হয় তার সংস্থান রাখার জন্য কমিটির কাছে দরবারও করেছে আরএসএসের এই শাখা সংগঠন৷ তবে শুধু সংস্কৃত নয়, বিশ্বের সমস্ত ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ আরবি, ফারসি, হিব্রু, লাতিন ও গ্রীক রয়েছে সেই তালিকায়৷ পড়ুয়ারা তাদের পছন্দমতো একটি ভাষা সেখান থেকে বেছে নিতে পারবে৷

ভারতীয় শিক্ষা মণ্ডলের তরফে একটি শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি এই চার বছর পড়ুয়াদের হিন্দি ও ইংরেজির বাইরে অন্য কোনও ভাষা বেছে নিতে হবে৷ সেটা সংস্কৃতও হতে পারে আবার অন্য কোনও ভাষা৷ কিন্তু চার বছরের জন্য এই ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করতে হবে৷

এখন বিভিন্ন রাজ্যে যে শিক্ষা নীতি চালু আছে তা হল পড়ুয়াদের তিনটি ভাষায় জ্ঞান অর্জন করতেই হবে৷ হিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি ও ইংরেজি ছাড়াও আরও একটি ভাষা শিখতে হয়৷ অহিন্দিভাষী রাজ্যগুলিতে স্থানীয় ভাষা ও ইংরেজি শিখতে হয়৷ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই বছর চালু থাকে এই নীতি৷ নবম শ্রেণি থেকে দুটি ভাষা নীতি কার্যকর হয়৷ তখন ইংরেজি হয়ে যায় বাধ্যতামূলক৷ দ্বিতীয় ভাষা হিসাবে পড়ুয়ারা হিন্দি বা সংস্কৃত বা অন্য কোন ভাষা বেছে নিতে পারে৷

এখানেই সমস্যার সূত্রপাত৷ ভারতীয় শিক্ষা মণ্ডলের এক কর্তা জানিয়েছেন, নবম শ্রেণির পর হিন্দি শেখা বাধ্যতামূলক নয়৷ হাইস্কুলে যে কোনও দুটি ভাষায় জ্ঞান অর্জন করতে হয়৷ সংগঠন চায় মাতৃভাষা ও যেকোনও একটি ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করা হোক৷ তবে এই প্রথম নয়৷ এর আগে একাধিকবার ভারতীয় শিক্ষা মণ্ডল সংস্কৃতকে বাধ্যতামূলক করার দাবিতে সরব হয়েছিল৷