এই গ্রামে প্রেম করে বিয়ে নিষিদ্ধ!


চণ্ডীগড় : প্রেম করছেন নাকি? খুব সাবধান৷ না মেট্রোতে মারধর খাবার ভয় আছে বলছি না৷ সে আপনার ভাগ্য৷ কিন্তু প্রেম করে বিয়ে করা এই গ্রামে একেবারে নিষিদ্ধ বস্তু৷

কথা হচ্ছে পাঞ্জাবের একটি গ্রামের৷ এই গ্রামে কোনও প্রাপ্তবয়স্ক যুবক যুবতী প্রেম করে বিয়ে করতে পারেন না৷ সেই অধিকারই নেই তাদের৷
 
দোরহার চানকোইয়ান খুর্দ গ্রামের পঞ্চায়েত, এমনই এক নির্দেশিকা জারি করেছে সে গ্রামের তরুণ তরুণীদের জন্য৷ সাফ বলে দেওয়া হয়েছে কোনও রকম প্রেমের সম্পর্ক গড়ে তোলা যাবে না৷ যদি সেরকম সম্পর্ক তৈরি হয়, তার জন্য কড়া শাস্তি রয়েছে৷ এমনকি গ্রামেরই এক যুবক যুবতী এরকম সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে করতে চায়, সেই দুটি পরিবারকে কার্যত একঘরে করে দেন পঞ্চায়েতের মাথারা৷

নিজের পছন্দে কেউ বিয়ে করতে পারবেন না, তারপরেই বলে দেওয়া হয়৷ সতর্ক করে দেওয়া হয় বাবা মায়েদেরও৷ যাদের একঘরে করা হয়, তাদের সঙ্গে যাবতীয় সামাজিক সম্পর্ক ছিন্ন করা হয়৷ প্রেমজ বিয়ে করার অপরাধে কোনও দোকানি বা ফেরিওয়ালার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের বাড়িতে৷ এমনকী গ্রামের বাস স্টপ, জন বহুল এলাকায় এই ঘটনার কথা লিখিত আকারে ছাপিয়ে তা পোস্টার করে বিলি করা হয়৷ আটকে দেওয়া হয় বিভিন্ন জায়গায়৷ যাতে সকলের নজরে পড়ে এই ঘটনা৷

তবে পঞ্চায়েতের একার উদ্যোগে এই অদ্ভুত নিয়ম প্রতিষ্ঠিত হয়নি৷ ওই দুই যুবক যুবতীর প্রেমজ বিয়ের পরেই দুই পরিবারে পঞ্চায়েতে আসে৷ এরকম কোনও নিয়ম বলবৎ করা না হলে ওই দম্পতিকে পুড়িয়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷

এই নিয়ম সমাজের ভালোর জন্য দাবি করেছেন পঞ্চায়েতের সদস্যরা৷ তবে এই নিয়মে কার ঠিক কোন ভালো হবে বলে তারা দাবি করছেন, তার কোনও সদুত্তর ছিল না পঞ্চায়েতের কাছে৷