দ্বিতীয় ত্রৈমাসিকে ₹৯,৫১৬ কোটি নিট মুনাফা RIL-এর


মুনাফার অঙ্কে নয়া রেকর্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল)। চলতি আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৯,৫১৬ কোটি টাকার নিট মুনাফা করেছে তারা। যা আগের ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) তুলনায় ০.৬০ শতাংশ বেশি। প্রথম ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থার নিট মুনাফার অঙ্ক ছিল ৯,৪৫৯ কোটি টাকা। আর গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের লাভের অঙ্ক বেড়েছে ১৭.৪ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-কে এমনই জানিয়েছে আরআইএল। 

এই আর্থিক বছরের এপ্রিল-জুলাই ত্রৈমাসিকে আরআইএল-এর অন্তর্গত রিলায়েন্স জিও ইনফোকমের নিট মুনাফা হয়েছে ৬৮১ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে এই অঙ্কটা ছিল ৬১২ কোটি টাকা। অর্থাত্, মাত্র তিন মাসে তাদের বৃদ্ধির হার ১১.২ শতাংশ।

গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এ বছরের একই সময়ে আরআইএল-এর মোট আয় বেড়েছে ৫৪.৫ শতাংশ। গত বছরের এ সময়ে ১,০১,১৬৯ কোটি টাকা আয় করেছিল মুকেশ আম্বানির সংস্থা। ১ বছর পরে যা দাঁড়িয়েছে ১,৫৬,২৯২ কোটি টাকায়। আর গত তিন মাসে সংস্থার রাজস্ব বেড়েছে ১০.৩০ শতাংশ হারে।