কংগ্রেসে যোগ দিলেন হাসিন জাহান


কলকাতা: বিতর্কের কারণে বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছেন হাসিন জাহান। ২০১৯ লোকসভা ভোটের আগে এবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন হাসিন।

ভারতীয় পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন পেশায় একজন মডেল এবং চিয়ারলিডার। তবে গত মার্চ মাসে শামির বিরুদ্ধে একাধিক অভিযোগের বোমা ফাটিয়ে খবরে আসেন হাসিন।

বিবাহ বর্হিভূত সম্পর্ক, পাক-যোগাযোগ, ম্যাচ ফিক্সিং-এর মতো মারাত্মক অভিযোগের পর দিল্লি ডেয়ার ডেভিলস পেসারের বিরুদ্ধে একটি বড়সড় অভিযোগ আনেন স্ত্রী হাসিন৷ শামির বিরুদ্ধে তাঁর নতুন অভিযোগ, 'নিজের আসল বয়স গোপন করে ভারতীয় দলে সুযোগ পেয়েছে শামি৷'

একটি অনুষ্ঠানে মুম্বইয়ের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট সঞ্জয় নিরূপম হাসিনকে কংগ্রেসে স্বাগত জানান। মুম্বই কংগ্রেসের তরফে একটি টুইট করে পুরো বিষয়টি জানানো হয়।

গত মার্চ মাসের শুরু থেকে ব্লু ব্রিগেডের এই পেশার শামি খবরের শিরোনামে রয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদের জন্য৷ তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং , বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর মতো একের পর এক মারাত্মক অভিযোগ এনে ফেসবুক পোস্ট করে সামির গোপন চ্যাটের স্ক্রিনশট সকলের সামনে তুলে ধরেন হাসিন৷ এরপর পুরো বিষয়টি আদালত অবধি গড়ায়৷ যদিও হাসিনের আনা ম্যাচ ফিক্সিংয়ের চার্জ থেকে শামিকে মুক্তি দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড৷

শামি ও তাঁর পরিবারের ৪জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷