লঞ্চ হল Nokia X7: দাম ও স্পেসিফিকেশান


মঙ্গলবার চিনে Nokia X7স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। Nokia X7 ফোনের প্রধান আকর্ষন Qualcomm Snapdragon 710চিপসেট, ৬.১৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে কালো নচ ও উয়াল রিয়ার ক্যামেরা। শিঘ্রই চিনের বাইরে Nokia 7.1 Plus নামে এই স্মার্টফোন লঞ্চ হবে। চিনের বাইরে এই ফোন Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হতে পারে।

চিনে এই মিডরেঞ্জ Nokia X7 এর দাম 1600 ইউয়ান (প্রায় 18,025 টাকা)। 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1999 ইউয়ান (প্রায় 21,210 টাকা)। আর হাই এন্ড 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,150 টাকা)। তবে চিনের বাইরে এই স্মার্টফোন কবে লঞ্চ হবে সেই কথা জানায়নি HMD Global।

Nokia X7 স্পেসিফিকেশান
Nokia X7 ফোনে রয়েছে একটি ৬.১৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফনীভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 710 চিপসেট। এছাড়াও Nokia X7 ফোনে থাকবে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia X7ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম ব্যবহার হয়েছে। ফোনের রিয়ার ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকবে। ভিডিও তোয়ার সময় হাত নড়লেও ভিডিওতে তার বিশেষ প্রভাব পড়বে না। এছাড়াও Nokia X7 ফোনের ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। Nokia X7 ফোনের সামনে থাকবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia X7 এ থাকবে ডুয়াল সিম VoLTE স্ট্যান্ডবাই, Bluetooth, Wi-Fi, 3.5 মিমি হডফোন জাক আর type-C USB পোর্ট। Nokia X7 এর ভিতরে থাকবে একটি 3500 mAh ব্যাটারি।