লুঙ্গি পরায় মোদীর রাজ্যে গণধোলাই সাত যুবককে


গান্ধীনগর: লুঙ্গি পরায় গুজরাতে উত্তম মধ্যম খেত হল সাত যুবককে৷ কাকতলীয় ভাবে সাতজনই বিহারের বাসিন্দা৷ কয়েকদিন আগেও যাদের মোদীর রাজ্য থেকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছিল৷ আবারও গুজরাতিদের রোষের শিকার তারা৷ এবারের কারণ অবশ্য লুঙ্গি৷

পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের বিহারী হওয়ার কোনও সম্পর্ক নেই৷ যদিও জড়িত তিনজনে মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে৷ অভিযুক্তের নাম কেয়ুর পারমার৷ মঙ্গলবার তাকে গ্রেফতার করে সামা থানার পুলিশ৷

প্রহৃত সাতজনের মধ্যে ছয় জন কলের মিস্ত্রি৷ একজন সিভিল ইঞ্জিনিয়ার৷ নাম শত্রুঘ্ন যাদব৷ জানা গিয়েছে, ভদোদরা পুরসভার অধীনে একটি প্রাথমিক স্কুলে জলের কাজ চলছিল৷ কাজ শেষে রাতের দিকে সকলে লুঙ্গি পরে বসেছিলেন৷ সেই সময় জনা তিনেক ছেলে তাদের কাছে এমন পোশাক পরে থাকার কৈফিয়ত চায়৷ সেখান থেকে শুরু হয় বচসা৷ যা গড়ায় হাতাহাতি ও থানা পর্যন্ত।

সিভিল ইঞ্জিনিয়ার শত্রুঘ্ন যাদব জানান, বচসার সময় তিনি পুলিশকে ফোন করেন৷ পুলিশকে দেখতে পেয়ে তখনকার মতো পালিয়ে যায় ওই তিন যুবক৷ পরে স্থানীয় থানায় ছয় কলের মিস্ত্রিকে নিয়ে অভিযোগ জানাতে যান শত্রুঘ্ন যাদব৷ ফিরে এসে দেখেন তাঁর একটি বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ দুটি প্লাস্টিক চেয়ারেও আগুন ধরিয়ে দেওয়া হয়৷

এদিকে অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে সামা থানার পুলিশ৷ থানার এক বড় কর্তা জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে৷ কিন্তু এটি কোনও বিহারীদের উপর বিদ্বেষজনিত হামলা নয়৷ ওই সাতজন লুঙ্গি পরে অশোভনভাবে ঘোরাঘুরি করত বলে স্থানীয়রা আপত্তি জানিয়েছিল৷ তাতে কর্ণপাত না করায় সোমবার রাতে তাদের উপর চড়াও হয় ওই তিন জন৷