অপর একটি খুনের মামলায় যাবজ্জীবন স্বঘোষিত ধর্মগুরু রামপালের


দিল্লি : আরও একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড স্বঘোষিত ধর্মগুরু রামপালের। আজ এই সাজা ঘোষণা হয়। অপর দু'টি খুনের মামলায় ইতিমধ্যেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হিসারের একটি আদালত। ২০০৬ সালে ছ'জনকে হত্যা সংক্রান্ত মামলায় দোষীসাব্যস্ত হন রামপাল।

হরিয়ানার বারওয়ালায় রামপালের সৎলোক আশ্রমে পুলিশের সঙ্গে তাঁর ভক্তদের লড়াইয়ে প্রাণ হারায় ৬ জন। তারমধ্যে ছিলেন ৫ মহিলা ও একটি শিশু। ওই ৬ জনকে খুনের অভিযোগ ওঠে রামপাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ২০১৪ সালে গ্রেপ্তার হন অভিযুক্তরা। 
বর্তমানে তাঁদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো, অপরাধমূলক কাজ, খুনের চক্রান্ত করা সংক্রান্ত একাধিক মামলা চলছে। তারমধ্যে একটি খুনের মামলায় আজ যাবজ্জীবন দেওয়া হল রামপালকে।