SC/ST ইস্যুতে সুপ্রিম রায়, ভিন রাজ্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে মিলবে না বাড়তি সুযোগ সুবিধা

সংবিধানের ৩৪১ বা ৩৪২ ধারা সংশোধন করেই এই নিয়মের পরিবর্তন করা হয়েছে


নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় ! এবার থেকে এসসি-এসটি সম্প্রদায়ের মানুষেরা ভিন রাজ্যে গেলে মিলবে না সুযোগ সুবিধা আর ৷ আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে ৷

এই রায়ের অন্তর্নিহিত অর্থ এই যদি কেউ কোনও রাজ্যে এসসি-এসটি সুবিধাভূক্ত থাকেন তিনি যদি অন্য রাজ্যে বসবাস করতে গিয়ে থাকেন ৷ শিক্ষা ও কর্মক্ষেত্রে কোনও সুযোগ সুবিধা পাবেন না তিনি যা পেতেন আগে ৷ সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়েই সঠিক যোগ্যতা মূল্যায়ন করা সম্ভব হবে ৷

সংবিধানের ৩৪১ বা ৩৪২ ধারা সংশোধন করেই এই নিয়মের পরিবর্তন করা হয়েছে ৷ সংবিধানে উল্লিখিত ছিল এসসি-এসটি সম্প্রদায়ের মানুষেরা বিশেষ সুবিধা যা পেয়ে থাকেন তা সারা দেশের ক্ষেত্রে অভিন্ন থাকবে ৷ এবার সেই নিয়মেই পরিবর্তন আসল ৷