গুপ্তধনের লোভে কালা জাদুর বলি ২বছরের শিশু


মুম্বই: গুপ্তধনের সন্ধানে অন্ধবিশ্বাসের বলি দুই বছরের এক শিশু৷ মহারাষ্ট্রের চন্দ্রপুরের খান্ডালা গ্রামের ঘটনা৷ গত ২২ অগস্ট থেকে অশোক মেশরামের ছেলে যুগ মেশরাম নিখোঁজ ছিল৷ সে তার দাদা হর্ষলের(৪) সঙ্গে বাড়ির সামনেই খেলছিল৷ হর্ষল বাড়ি ফিরলেও যুগ আর ফেরেনি৷ ছোট ছেলেকে খুঁজে না পেয়ে ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে তার বাবা৷

চন্দ্রপুর পুলিশ সুপারিন্টেডেন্ট মাহেশ্বর রেড্ডি জানান, শিশুটিকে খুঁজতে কয়েকটি দল গঠন করা হয়৷ মেশরামের প্রতিবেশীদের থেকে জানা যায়, সুনীল এবং প্রমোদ বাংকার নামে দুই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে চর্চা করছিল৷ তাই তাদের ওপর নজর রাখা শুরু হয়৷

বুধবার প্রমোদের বাড়ি থেকে যুগের দেহ উদ্ধার করা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই দোষ স্বীকার করে৷ তাদের গ্রেফতার করা হয়৷ মেশরামের সঙ্গে তার এই দুই প্রতিবেশীর ভালো সম্পর্ক থাকায় তাদের ওপর কখনোই সন্দেহের প্রশ্ন ওঠেনি৷

পুলিশের মতে, কালা জাদুর জন্য যুগকে হত্যা করে তারা৷ অন্ধবিশ্বাস এবং কালো জাদু বিরোধী আইন এবং আইপিসির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয় ওই দুই জনের বিরুদ্ধে৷