মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত


জাকার্তা: ফের সোনার মেয়ে হিমা! মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত৷ ১৮তম এশিয়াড়ের দ্বাদশ দিনে অ্যাথলেটিক্সে জোড়া সোনা জিতল ভারত৷ মেয়েদের রিলের আগে পুরুষদের ১৫০০ মিটারে দেশকো সোনা এনে দেন ভারতের জিনসন জনসন৷

গত মাসে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে সাড়া ফেলে দেন অসমের অষ্টাদশী হিমা দাস৷ তার পর জাকার্তায় ১৮তম এশিয়াডে পদকের হ্যাটট্রিক করলেন হিমা৷ মেয়েদের ৪০০ মিটারে রুপো জয়ের পর ৪x৪০০ মিটার মিক্সড রিলেতেও দেশকো রুপো এন দেন অসম কন্যা৷ তার বৃহস্পতিবার মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন হিমা৷

৪x৪০০ মিটার রিলেতে ভারতের ছেলেরা রুপো জিতলেও সোনা আনলেন মেয়েরা৷ হিমার সঙ্গে ভারতীয় দলে ছিলেন এমআর পূবামা, সারিতাবেন গায়কোয়াড এবং বিসমায়া ভেলুবা৷ গত এশিয়াড়ে এই ইভেন্টে চার নম্বরে শেষ করেছিল ভারত৷

১৮তম এশিয়াডে অ্যাথলেটিক্সে ছ'দিনের লড়াই শেষে তিন নম্বরে শেষ করল ভারত৷ জাকার্তায় অ্যাথলেটিক্সে ভারতের ঝুলিতে এল ৭টি সোনা, ১০টি রুপো এবং ২টি ব্রোঞ্জ৷ ভারতের আগে রয়েছে চিন (১২টি সোনা, ১২টি রুপো ও ৯টি ব্রোঞ্জ) ও বাহরিন (১২টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ)৷

তবে সোনা জয়ের নিরিখে ১৯৭৮ ও ২০০২ এশিয়ান গেমসের সঙ্গে এবার সমান করল ভারত৷ তবে মোট পদকের বিচারে এবার ১৯৭৮ ও ২০০২ এশিয়াড়কে ছাপিয়ে গেল ভারত৷ এবার অ্যাথলেটিক্সে মোট ১৯টি পদক জিতেছে ভারত৷ তবে সাফল্যের নিরিখে ভারত সবচেয়ে বেশি পদক পেয়েছিল ১৯৫১ নয়াদিল্লিতে প্রথম এশিয়াডে৷ সেবার অ্যাথলেটিক্সে ১০টি সোনা-সহ মোট ৩১টি পদক জিতেছিল ভারত৷ তার পর ১৯৮২ এশিয়াডে অ্যাথলেটিক্সে ভারতের পদকের সংখ্যা ছিল ২০টি৷