ফ্রি-তে খাবার দেবে রেল! একটাই শর্ত


নয়াদিল্লি: ফের নির্দেশিকা জারি করল রেলমন্ত্রক৷ তবে, যাত্রীদের উদ্দ্যেশে নয়৷ রেলওয়ে চত্বরে থাকা সমস্ত ফুড স্টলগুলির জন্য নির্দেশিকাটি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রক রেল চত্বরের ফুড স্টলগুলিতে পয়েন্ট অফ সেল (পিওএস) ডিভাইস অথবা ইলেকট্রনিক বিলিং মেশিন বসানোর নির্দেশ দিয়েছে৷ কিন্তু, নতুন নিয়মে একেবারে বিনামূল্যে যাত্রীরা খাদ্যসামগ্রী পেতে পারবেন৷ ভাবছেন কীভাবে?

নির্দেশিকাটি জারি হতে চলেছে আগামী ১ সেপ্টেম্বর৷ নিয়মটি চালু হওয়ার পর রেলযাত্রী খাদ্যসামগ্রীর বিল দাবি করতে পারবেন৷ আর, দোকানীরা বিল দিতে না পারলে দিতে হবে জরিমানা৷ তবে, জরিমানাটি জানলে অবাক হবেন৷ উক্ত যাত্রীকে বিনামূল্যে খাদ্যসামগ্রী পরিবেশনে বাধ্য থাকবে ওই দোকানী৷ এমনই জানাচ্ছে নতুন নিয়মটি৷ খুব কম সামগ্রীর জন্যও বিল দিতে বাধ্য থাকবেন রেলচত্বরের দোকানীরা৷

কেন্দ্রীয় রেলমন্ত্রকের এক আধিকারিক জানান, 'যাত্রীরা দাবি করলে দোকানিরা কখনই এড়িয়ে যেতে পারবেন না বিলের বিষয়টি৷ সমস্ত স্টলগুলিকে নজরে রাখা কঠিন বিষয়৷ তবে, এটাই শুরু৷ এইভাবেই নিয়ন্ত্রন করা যাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে৷'তিনি যোগ করেন, যাত্রীরা বিষয়টি নিয়ে অসুবিধার সম্মুখীন হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন কর্তৃপক্ষের কাছে৷ যেসব দোকানিরা রেলওয়ে নিয়ম ভাঙবেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

তবে, ইতিমধ্যেই বেশ কিছু স্টলে ব্যবহার করা হচ্ছে পিওএস মেসিন৷ মূলত যাত্রী অভিযোগের ভিত্তিতেই রেলওয়ে নিয়েছেন পদক্ষেপটি৷ কারণ, বহু সময়ে যাত্রীরা অভিযোগ এনেছেন রেলওয়ে স্টাফসহ দোকানিরা প্রয়োজনের অতিরিক্ত চার্জ করে থাকেন৷ অভিযোগের বেশীরভাগটাই ছিল রেলের কামরাতে খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে৷