‌আরও তিন দিন থাকবে দুর্যোগ, রাতে ৪৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া


এখনই কাটছে না দুর্যোগ। আগামী ৭২ ঘণ্টা থাকবে এই আবহাওয়া। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ২৬ তারিখ বৃষ্টির প্রবণতা বাড়বে। সকালের দিকে ঝড়–বৃষ্টি এবং বজ্রপাত হবে। ২৭ তারিখ থেকে বৃষ্টি কমবে। ঝোড়ো হাওয়া থাকবে না। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দফায় দফায়। ২৮ তারিখ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়া মিশে আবহাওয়ার এই পরিবর্তন। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি কালবৈশাখী আছড়ে পড়ে। সোমবার ভোর ৩.‌৫৫ মিনিটে ঘণ্টায় ৪৪ কিলোমিটার বেগে প্রথম কালবৈশাখী আছড়ে পড়ে। এরপর ভোর ৪.‌২৫ মিনিটে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে দ্বিতীয় কালবৈশাখী ধেয়ে আসে।