ইমরান সরকারের বিরুদ্ধে পাক সংসদে উঠল ‘শেম শেম’ ধ্বনি


ইসলামাবাদ: ভারতের এয়ার স্ট্রাইকের পর দেশের মাটিতে মুখ পুড়েছে পাকিস্তানের৷ বিরোধীদল গুলি ইমরান খানের সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে৷ সংসদে দাঁড়িয়ে তাঁরা 'শেম শেম' আওয়াজ তুলেছে৷ পাক সরকারের মন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন তখন বিরোধী দলগুলি তারস্বরে শেম শেম বলে চিৎকার করতে থাকে৷ পাকিস্তান যতই ভারতের হাতে মার খাওয়ার কথা অস্বীকার করুক না কেন এই প্রত্যাঘাতে দেশের মধ্যে যারপরনাই অস্বস্তিতে পড়েছে ইমরান খানের সরকার৷

মঙ্গলবারের প্রত্যাঘাত পাকিস্তানের মাথায় বাজ ভেঙে পড়ার সামিল৷ এই হামলা তাদের কাছে স্বপ্নাতীত৷ ঢোক গিলে ভারতের অভিযানের কথা স্বীকার করে নিয়েছেন পাক সেনা প্রধান৷ তবে তাঁর দাবি, পাকিস্তানের তাড়া খেয়ে ভারতের বায়ুসেনা পালিয়ে গিয়েছে৷ ফাঁকা মাঠে বোমা মেরেছে ভারত৷ ওয়াকিবহাল মহলের মতে, এসব কথা বলা ছাড়া উপায় নেই পাকিস্তানের৷ কারণ সত্যি স্বীকার করলে তুলকালাম বাঁধবে৷ তাই মুখ বাঁচাতে পাক বিদেশমন্ত্রীকে বলতে হচ্ছে, 'আমরা তো বলেছিলাম যে ভারত এরকম কিছু একটা করতে পারে। আজ তারা পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে দিয়েছে।'

এয়ার স্ট্রাইকের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'পাকিস্তানের আকাশে আশঙ্কার মেঘ আগেই দেখতে পেয়েছিলাম। পাকিস্তান শক্তিশালী ও দায়িত্বশীল দেশ। আমরা সঠিক পথে পাল্টা জবাব দেব। পাকিস্তান জানে কীভাব দেশকে রক্ষা করতে হয়।' তিনি বলেছেন, এই এয়ার স্ট্রাইকে ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করেছে। তাঁর দাবি, পাকিস্তানের এবার জবাব দেওয়ার অধিকার আছে। ভারতের এই আঘাত নিঃসন্দেহে পাকিস্তানকে প্রবল চাপে ফেলে দিয়েছে৷
 
ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে পাকিস্তানে। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এক হাজার পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।