‘নিরাপদ হাতেই রয়েছে দেশ’, #SurgicalStrike2-এর পর প্রথম জনসভা থেকে বার্তা নমোর


'দেশের দায়িত্ব নিরাপদ হাতেই।' মঙ্গলবার ভোর রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পর প্রথম সভা থেকে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভার আগে ২০১৪ লোকসভায় প্রতিশ্রুতি মনে করালেন তিনি। রাজস্থানের চুরুতে জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 'সেদিন বলেছিলাম, দেশের উপর আঘাত আসতে দেব না। আমাদের কাছে ব্যক্তির থেকে বড় দল। আর দলের থেকে বড় দেশ।'

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ৪৪ CRPF জওয়ানের মৃত্যুর ১১ দিন পর প্রত্যাঘাত করে ভারত। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে বালাকোটে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। এই ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, 'আজ দেশের শহিদদের শ্রদ্ধা জানানোর দিন।' এরপরই প্রধানমন্ত্রীর সংযোজন, 'কথা দিচ্ছি, দেশের মাথা নত হতে দেব না।'
প্রসঙ্গত, বায়ুসেনার তরফে হামলার পরই আজ সকালে বৈঠকে বসে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। এরপরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে বায়ুসেনার অভিযান সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী মোদী।

এর পাশাপাশি কৃষকদের আর্থিক সাহায্য ইস্যুতে কংগ্রেসকেও একহাত নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অভিযোগ, 'রাজ্যের কৃষকদের তালিকা কেন্দ্রকে এখনও পাঠায়নি রাজস্থানের কংগ্রেস সরকার।' উত্তরপ্রদেশ, বিহারের মতো NDA শাসিত রাজ্য যা পাঠিয়েছে বলে দাবি তাঁর। এদিকে, ট্যুইটারে বায়ুসেনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি গুয়াহাটিতে জনসভা থেকেও দ্বিতীয়বার অভিনন্দন জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।