৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন

পরপর সত্তরটা বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশ৷ বস্টন থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তিনটি এলাকা; যথাক্রমে, লরেন্স, অ্যান্ডোভার এবং উত্তর অ্যান্ডোভারের বহু বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গ্যাস লিক করার ফলেই এই বিস্ফোরণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ ঘটনায়, এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ গুরুতর জখম ছয়৷ তাঁদের ভরতি করা হয়েছে লরেন্স জেনারেল হাসপাতালে৷ অন্যান্য নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে দমকল৷ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার গ্রাসে কার্যত অন্ধকার হয়ে গিয়েছে গোটা এলাকা৷ এখনও কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম লিওনেল রবসন, বয়স ১৮৷ গ্যাসের পাইপ লাইনের উপর অতিরিক্ত চাপের ফলেই গ্যাস লিক করেছে এবং সেই থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ তবে যথেষ্ট নিরাপত্তার সঙ্গে গ্যাস সরবরাহ করা হলেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ হয়৷ কিছু বুঝে ওঠার আগেই চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন তাঁরা৷ দেখতে পান, আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করছে আশপাশের বাড়িগুলিকে৷ চোখের সামনে নিজেদের বাড়িগুলিকে আগুনের গ্রাসে যেতে দেখে ভেঙে পড়েন অনেকে৷

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা এসে পৌঁছায়৷ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়৷ এরপরেই উদ্ধারকাজে হাত লাগান দমকল কর্মীরা৷ বাড়ির ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পাইপলাইন ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট ও পিএইচএমএসএ৷ ঘটনাস্থল ভাল করে খতিয়ে দেখছেন তাঁরা৷ কোন অংশ থেকে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটল তা নির্ণয় করতে চাইছেন তদন্তকারীরা৷ পরবর্তীকালে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন৷