এক ধাক্কায় ফের বেড়ে গেল পেট্রল ডিজেলের মূল্য


নয়াদিল্লি: কোথাও একটু হলেও কমছে, কোথাওবা কমার নাম গন্ধ নেই৷ হ্যাঁর পেট্রল ডিজেলের দামের এখন এমনই অবস্থা৷ শুক্রবার ফের বাড়ল মূল্য৷ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে প্রতি লিটারে তার বর্ধিত মূল্য ৮১.২৮টাকা, অন্যদিকে ডিজেলে ২২ পয়সা বেড়ে প্রতি লিটারে তার দাম হল ৭৩.৩০টাকা৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৮.৬৭টাকা এবং ডিজেলের ৭৭.৮২টাকা প্রতি লিটারে৷

এর আগে বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ে পেট্রলের মূল্য ১৩ পয়সা প্রতি লিটারে বাড়ে এবং ডিজেলের বাড়ে ২৪ পয়সা করে৷ পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা মুম্বইয়ের৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বাণিজ্য নগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ কারণ তেলের উপর ভ্যাট আদায়ের পরিমাণ অন্যান্য রাজ্যের চেয়ে এখানে সবচেয়ে বেশি৷

জিনিসপত্রের দাম এমনিতেই চড়া৷ তার উপর জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা৷ সেই সঙ্গে উৎসবের মরশুম৷ তেলের দাম এভাবেই চড়তে থাকলে আগামী দিনগুলিতে কী অবস্থা হতে চলেছে তা ভেবেই কপালে চিন্তার ভ্রুকুটি আম জনতার৷

এদিকে, গত মঙ্গলবার রাত ১২টার পর থেকেই বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের। প্রতি লিটারে ১টাকা করে দাম কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজ রাত থেকেই বাংলায় এক টাকা করে কম হচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম। অর্থাৎ তেল বিক্রি করে যে রাজস্ব আসে তার কিছুটা অংশ ছেড়ে দেবে রাজ্য সরকার। ফলে এক ধাক্কায় অনেকটাই কমেছে পেট্রোল-ডিজেলের দাম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মোদী আমলে ৯ বার এক্সসাইজ ডিউটি বেড়েছে। এভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়াতে অন্যান্য পণ্যেরও দাম বাড়ছে। টাকার দাম যত বাড়ছে তত মানুষের দাম কমছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।